• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় অন্তত ৭০ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৫:২৩, ২৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় অন্তত ৭০ জনের প্রাণহানি

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় অন্তত ৭০ জনের প্রাণহানি হয়েছে। গেল মার্চের মধ্যভাগ থেকে চলতি সপ্তাহে এই প্রাণহানি ঘটে। এরমধ্যে চলতি সপ্তাহে রাজধানী নাইরোবিতে টানা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৩২ জনের।

শুক্রবার (২৬ এপ্রিল) কেনিয়া সরকারের একজন মুখপাত্র বলেন, রিফ্ট ভ্যালি অঞ্চলেও ১৫ জনের প্রাণ গেছে। বন্যার কারণে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ২২ জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৮ জন। বন্যায় নাইরোবিতে ৬৪টি সরকারি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন করছে সরকার। দেশবাসীকে দেওয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশনা। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞরা এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দোষ দিচ্ছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2