• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় এবার তীব্র গরম, সংকটে শিশুরা

প্রকাশিত: ১৯:৪৪, ২৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
গাজায় এবার তীব্র গরম, সংকটে শিশুরা

ছবি: নিউ ইয়র্ক ম্যাগাজিন

এমনিতেই গাজায় ভয়াবহ মানবিক সংকট চলছে এর মধ্যে যুক্ত হয়েছে তীব্র গরম। এর শিকার সবচেয়ে বেশি শিশুরা আর বয়স্করা। তীব্র তাপপ্রবাহের কারণে সেখানকার মানবিক সংকট আরো হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এরই মধ্যে রাফায় প্রচণ্ড গরমে একটি কন্যাশিশু মারা গেছে। 

ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানায়, তাপপ্রবাহ আরও বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষের ‘স্যানিটেশন সমস্যা’ চরম আকার ধারণ করবে।

এদিকে শুক্রবার (২৬ এপ্রিল) গাজার নুসেইরাত শরণার্থী শিবির, খান ইউনিস ও রাফায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে আটজনই শিশু। এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর সময় থেকে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৫০০।

বার্তা সংস্থা দ্য ওয়াফা জানায়, শুক্রবার রাতভর রামাল্লা, হেবরন, নাবলুস, তুলকারেম, জেনিন ও জেরুজালেমে অভিযান চালিয়ে অন্তত ২০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। সূত্র: দ্য গার্ডিয়ান

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2