• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো হামাস

প্রকাশিত: ১০:৪৮, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো হামাস

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, ইসরাইলি বাহিনী রাফায় হামলা করবে না, এই মর্মে যুক্তরাষ্ট্র যদি নিশ্চয়তা দেয়, তবে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে।

হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান বলেন, 'আমরা এখনো প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো হলো গাজায় পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরাইলি সৈন্যের পুরোপুরি প্রত্যাহার।'

তিনি আল জাজিরাকে বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, তাতে তিনি স্পষ্টভাবে বলছেন যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, তিনি রাফায় হামলা অব্যাহত রাখবেন। এর মানে হলো কোনো যুদ্ধবিরতি হচ্ছে না।'

তিনি বলেন, 'যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হলো, রাফাসহ গাজায় আর কোনো হামলা হবে না।'

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2