• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেপরোয়া ইসরাইল, হামলা চালাবে রাফাহ’য়

প্রকাশিত: ১৮:০৮, ৬ মে ২০২৪

ফন্ট সাইজ
বেপরোয়া ইসরাইল, হামলা চালাবে রাফাহ’য়

ছবি: আল জাজিরা

রাফাহ’র পূর্বাঞ্চলে বসবাস করা বেসামরিক মানুষদের নিকটস্থ সুনির্দিষ্ট ‘মানবিক এলাকায়’ চলে যেতে বলেছে ইসরাইল। ‍গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরাইল ও হামাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে মিসরের কায়রোয় শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে ইসরাইলের এই নির্দেশ।

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের শহরটির একটি অংশ খালি করতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার (৬ মে) এক বিবৃতিতে এ নির্দেশ জারি করে দখলদার বাহিনী। তবে এ জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। 

গাজা উপত্যকার রাফাহ’য় লাখ লাখ উদ্বাস্তু আশ্রয় নিয়েছেন। তবে ইসরাইলের দাবি, রাফায় হামাসের অসংখ্য যোদ্ধা রয়েছে। তাদের নির্মূল করতে শহরটিতে ব্যাপক অভিযান চালানো হবে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রাফা খালি করার নির্দেশনায় চলমান শান্তি আলোচনা এবং গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

ইসরাইলের হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ। সূত্র: আল-জাজিরা 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2