• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মদিনায় যাওয়ার পথে হজযাত্রীদের বিমানে আগুন, অতঃপর...

প্রকাশিত: ১৩:৩৩, ১৬ মে ২০২৪

ফন্ট সাইজ
মদিনায় যাওয়ার পথে হজযাত্রীদের বিমানে আগুন, অতঃপর...

৪৬৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিলো একটি বিমান। কিন্তু হঠাৎ করে সেটাতে লাগে আগুন। পরে যাত্রীদের নিরাপত্তার জন্য জরুরি অবতরণ করা হয়। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার একটি বিমানে এই ঘটনাটি ঘটেছে। পরে বিমানটি অবতরণে বাধ্য হয়। 

বুধবার (১৫ মে) বিকেল সোয়া ৫টার দিকে ঘটেছে এই ঘটনা। বোয়িং ৭৪৭-৪০০ সিরিজের বিমানটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিমানে আগুন লাগার ঘটনায় এক বিবৃতিতে গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা বলেন, বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র তাৎক্ষণিক বিমান অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

জানা গেছে, ওই বিমানে ৪৫০ জন হজযাত্রী ছাড়াও ১৮ জন ক্রু ছিলেন। তবে তাদের কেউই হতাহত হননি। বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2