• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফ্রিজে কুরবানির গোশত পেয়ে বাড়ি গুড়িয়ে দিলো পুলিশ

প্রকাশিত: ২১:৫২, ১৬ জুন ২০২৪

আপডেট: ২২:০৩, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
ফ্রিজে কুরবানির গোশত পেয়ে বাড়ি গুড়িয়ে দিলো পুলিশ

ছবি: টাইমস্ অব ইন্ডিয়া

ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত এলাকায় ফ্রিজে গরুর গোশত রাখার অভিযোগে পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১১টি বাড়ি। মধ্যপ্রদেশে ২০১২ সালেই গো-হত্যা প্রতিরোধ আইন কঠোর করা হয়েছে। রাজ্যটিতে গরুর মাংস কেনা-বেচা নিষিদ্ধ। যদি কেউ গো-হত্যায় অভিযুক্ত হয়, তবে ৭ বছর পর্যন্ত সাজা হতে পারে। 

পুলিশ জানিয়েছে, বিপুল সংখ্যক গরু কুরবানির জন্য জড়ো করা হয়েছে এমন খবর পেয়ে নইনপুরের ভাইওয়াহি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে উদ্ধার করা হয় ১৫০টিরও বেশি গরু। ঘর থেকে উদ্ধার করা হয় গরুর চামড়া ও হাড়গোড়। স্থানীয় সরকারি পশুচিকিৎসক নিশ্চিত করেছেন যে, উদ্ধারকৃত মাংস গরুর। আরও নিশ্চিত হওয়ার জন্য হায়দ্রাবাদে দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ১১ জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

উল্লেখ্য, রাজ্যে বেআইনিভাবে গো-মাংস বিক্রি রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: দ্য হিন্দু, টাইমস্ অব ইন্ডিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন: