• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উত্তর কোরিয়ায় উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র পাঠানোর হুমকি পুতিনের

প্রকাশিত: ১৫:৩১, ২১ জুন ২০২৪

ফন্ট সাইজ
উত্তর কোরিয়ায় উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র পাঠানোর হুমকি পুতিনের

ছবি: ভ্লাদিমির পুতিন

পারমাণবিক নীতি পরিবর্তন আর উত্তর কোরিয়ায় উচ্চ ক্ষমতার অস্ত্র পাঠানোর হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মার্কিন মিত্র পশ্চিমা ও এশীয় দেশগুলোকে হুঁশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া ও তার মিত্রদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করছে ন্যাটো। এমন পরিস্থিতিতে রাশিয়ার পারমাণবিক নীতি পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই নীতি অনুসারে আক্রান্ত না হলে কোনো অঞ্চলে পারমাণবিক বা ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে পারমাণবিক হামলার অব্যাহত হুমকির ধারাবাহিকতায় এই ইঙ্গিত দিলেন পুতিন।

ইউক্রেনে রুশ অভিযান প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হস্তক্ষেপে চরম ক্ষুব্ধ পুতিন বলেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ না হলে উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে কুণ্ঠা বোধ করবে না মস্কো।

যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেনে অস্ত্র পাঠালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগ্রাসন প্রতিরোধে পারস্পরিক সামরিক সহায়তার অঙ্গীকারপত্রসহ একাধিক অর্থনৈতিক ও সামরিক চুক্তি সই করে বৃহস্পতিবার ভিয়েতনাম ছেড়েছেন পুতিন। সূত্র: বিবিসি, রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: