• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একাকীত্ব: জানা যায় না মৃত্যুর খবর, কেটে যায় মাস, বছর..

প্রকাশিত: ১৬:৫৯, ৩১ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:০০, ৩১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
একাকীত্ব: জানা যায় না মৃত্যুর খবর, কেটে যায় মাস, বছর..

ছবি: ফাইল ফটো

জাপানে চলতি বছর প্রথম ছয় মাসে ৪০ হাজার মানুষ নিজবাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন। এসব মানুষের মধ্যে প্রায় ৪ হাজার জনকে মৃত্যুর এক মাসের বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। এমনকি ১৩০ জনের দেহাবশেষ পাওয়া গেছে তাঁদের মৃত্যুর অন্তত এক বছর পর। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে দেশটির প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি একাকী জীবন কাটাবে। 

আপনার কাছে টাকা, সম্পদ কিংবা বিলাসিতার সব উপকরণ আছে। কিন্তু নেই কোনো প্রিয়জন বা কাছের মানুষ। একাকী জীবন কাটাতে হলো। শেষ পর্যন্ত একাকী মৃত্যুও হলো। এমনকি গৃহবন্দী অবস্থায় মৃত্যুর কারণে কেউ জানতে পারলো না আপনার মৃত্যু হয়েছে। এমন ঘটনা বিশ্বের অন্যতম সুখি দেশ জাপানের। দেশটিতে প্রায় প্রতিদিন নিঃসঙ্গ অবস্থায় মারা যাচ্ছে মানুষ। জাতীয় পুলিশ সংস্থার তথ্য মতে, এ বছরের প্রথম ছয় মাসে একাকী জীবনযাপন করা ৩৭ হাজার ২২৭ জনকে তাদের নিজেদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই বিশাল সংখ্যার মধ্যে ৩ হাজার ৯৩৯ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক মাসের বেশি সময় পরে। এ ছাড়া, ১৩০ জনের দেহাবশেষ পাওয়া গেছে তাদের মৃত্যুর অন্তত এক বছর পর।

গড় আয়ু বেশি হলেই, সুখি জীবন হবে, এমন ভাবনা জাপানিদের জন্য যেন দুঃস্বপ্ন হয়ে উঠছে। দেশটির জাতীয় পুলিশ সংস্থার তথ্য মতে, একাকী মৃত মানুষের মধ্যে ৭ হাজার ৪৯৮ জনের বয়স ৮৫ বছর বা এর বেশি। ৫ হাজার ৯২০ জনের বয়স ৭৫ থেকে ৭৯ বছর এবং ৫ হাজার ৬৩৫ জনের বয়স ৭০ থেকে ৭৪ বছরের মধ্যে। অসংখ্য মৃত মানুষের সন্ধান এখনো পাওয়া যায়নি, তাদের শনাক্ত করতে পুলিশের ওই সংস্থা কাজ করে যাচ্ছে।

অপর এক গবেষণা বলছে, জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের সংখ্যা আগামী ২৫ বছরের মধ্যে ব্যাপকহারে বাড়বে। ২০৫০ সালের মধ্যে জাপানের প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি একাকী জীবন কাটাবে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এছাড়া ২০৫০ সালের মধ্যে জাপানের বিভিন্ন পরিবারে ১ কোটি ৮ লাখ বয়স্ক মানুষ একা বসবাস করবেন।

কিন্তু কেনো এমনটি ঘটছে। কেনো জাপানে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু হচ্ছে? গবেষকরা বলছেন, জাপানি তরুণ-তরুণীদের দেরিতে বিয়ে করার প্রবণতা বাড়ছে। অনেকে আবার দেরিতে সন্তান নেয়ার চিন্তা করে। সন্তান নেবে না এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। পাশপাশি আয়ু বেশি থাকায় প্রবীণদের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণ জনসংখ্যার দেশ জাপান। প্রবীণ এই জনসংখ্যা নিয়ে সংকটের মুখে পড়েছে জাপান।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2