• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চায়না-আফ্রিকা সম্মেলন ঘিরে বেইজিংয়ে জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ১৮:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চায়না-আফ্রিকা সম্মেলন ঘিরে বেইজিংয়ে জাতিসংঘ মহাসচিব

তিন দিনব্যাপী চায়না-আফ্রিকা কোঅপারেশন সম্মেলন ঘিরে মহাআয়োজন চলছে চীনে। বেইজিংয়ে বুধবার থেকে শুরু এবারের সম্মেলন। আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন। 

 

এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে এরই মাঝে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চীনে পৌঁছেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনযোগে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছালে শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব। এর আগে ২০১৮ সালে এতে অংশ নেন তিনি। 

 

এ আয়োজন প্রসঙ্গে গুতেরেস বলেন, আফ্রিকার উন্নয়নকে বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছে জাতিসংঘ। চীন ও আফ্রিকার মধ্যে সহযোগিতা ও সমন্বয় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের প্রশ্নে জাতিসংঘের যে লক্ষ্যমাত্রা এটি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। শুধু তাই নয়, ২০৬৩ সাল নাগাদ আফ্রিকার উন্নয়নে আফ্রিকান ইউনিয়নের যে লক্ষ্যমাত্রা এটি সে ক্ষেত্রেও সহায়ক, বলে উল্লেখ করেন তিনি। 
 

জাতিসংঘের মহাসচিব আরো বলেন, চীন ও আফ্রিকার মধ্যে এই সমন্বয় বৈশ্বিক শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি সারা বিশ্বের জন্যই একটি উৎকৃষ্ট নজির সৃষ্টি করেছে। 

 

পরিসংখ্যান বলছে, টানা ১৫ বছর চীন আফ্রিকার সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। এই লেনদেন আগামীতে কীভাবে আরো কার্যকরভাবে বাড়ানো যায়, এবারের সম্মেলনে মূলত সেসব নিয়ে আলোচনা করবেন নেতারা। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2