বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল কীনা জানালো যুক্তরাষ্ট্র
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলা হয়েছে, বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার (৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল এমনটি জানান। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে সাংবাদিকের প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
দেশটিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। যুক্তরাষ্ট্র এই অন্তর্বর্তী সরকারের সাথে কাজের জন্য প্রস্তুত এবং আগ্রহী।
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে, সাংবাদিকের এমন প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, তিনি সেই রিপোর্টগুলো দেখেননি। সেই রিপোর্টগুলো সত্য নয় বলেও মন্তব্য করেন ডেপুটি মুখপাত্র।
বিভি/এজেড
মন্তব্য করুন: