• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

আজ ট্রাম্প-কমলা আগুন লড়াই

প্রকাশিত: ১২:৫৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আজ ট্রাম্প-কমলা আগুন লড়াই

ছবি: ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিতর্কে ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মুখোমুখি হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই দেখতে মুখিয়ে আছে কোটি কোটি দর্শক।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার এই বিতর্কের আয়োজন। এবিসি নিউজের এই বিতর্কে কমলা হ্যারিস কী পারবেন ট্রাম্পকে ঘায়েল করতে। নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে ধরাশায়ী হবেন, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। দুই দলের সমর্থকরা তাদের প্রার্থীকে নিয়ে আশাবাদী।

রিপাবলিকান সমর্থকদের মতে, মঞ্চে কথা বলতে পারবেন না কমলা হ্যারিস। অন্যদিকে ডেমোক্র্যাট সমর্থকরা বলছেন, কমলার প্রস্তুতি যথেষ্ট ভালো। তিনি মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করতে প্রস্তুত। ধারণা করা হচ্ছে বিপুলসংখ্যক দর্শক টেলিভিশনে কমলা ও ট্রাম্পের এ বিতর্ক অনুষ্ঠান দেখবেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: