আরও উত্তপ্ত ভারতের মনিপুর
ছবি: জ্বলছে মনিপুর
সহিংস সংঘর্ষের জেরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মনিপুর। দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যুসহ বেশকিছু ঘটনায় দুশ্চিন্তায় কেন্দ্রীয় সরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে মনিপুরের রাজধানী ইম্ফলের পরিস্থিতি উত্তপ্ত। বিদ্রোহী কুকিরা কোতুর্ক নামে একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে।এতে বেশ কয়েকটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে বেশ কয়েকটি অবকাঠামোর।
এদিকে, বর্তমান পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। রাস্তা-ঘাটে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকদিন ধরে বন্ধ আছে শিক্ষা-প্রতিষ্ঠান। বহু এলাকায় দোকান-বাজারও বন্ধ রয়েছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: