• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলা, নিহত ৪০ 

প্রকাশিত: ১৩:১০, ১০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এবার ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলা, নিহত ৪০ 

ছবি: ট্রিবিউন ইন্ডিয়া

নিরাপদ ঘোষিত গাজার আল-মাওয়াসি এলাকায় সোমবার (৯ সেপ্টেম্বর) ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরে হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে ইসারাইলি সেনারা। আহত হয়েছে ৬০ ফিলিস্তিনি। এদিকে, পশ্চিম তীরের নাবলুসে ভূমি দখলের নোটিশ দিয়েছে ইসরাইল।

ফিলিস্তিনের গাজায় ৩৩৯ দিনে পৌঁছেছে ইসরাইলি আগ্রাসন। একের পর হত্যাকান্ড এবং উচ্ছেদ অভিযানে দিশেহারা নিরীহ ফিলিস্তিনিরা। ইসরাইলি সেনারা রাফা-খান ইউনিসে হামলার সময় গাজার আল-মাওয়াসি এলাকাকে নিরাপদ আশ্রয় বলে ঘোষণা দিয়েছিল। সেসময় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আল-মাওয়াসিতে আশ্রয় নেয়। কিন্তু এলাকাটিতে রাতের আধারে ঘুমিয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হয়েছে শতাধিক মানুষ।

গাজা শহরের পশ্চিমে আবাসিক ভবনে বোমা হামলা চালিয়ে দুই নারী এবং এক শিশুসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রমে জাতিসংঘ কর্মীদের ওপর হামলা হয়েছে। তাই মঙ্গলবারের পোলিও ক্যাম্পেইন নিয়ে সতর্ক অবস্থানে সংস্থাটি।

এদিকে, মার্কিন-তুর্কি মানবাধিকার কর্মী এজগি এইগি হত্যার ঘটনা তদন্ত করবে না যুক্তরাষ্ট্র। তদন্তের জন্য ইসরাইলকে দায়িত্ব দিয়েছে ওয়াশিংটন। গেলো সপ্তাহে পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে মৃত্যু হয় ওই মার্কিন-তুর্কি মানবাধিকার কর্মীর। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2