• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

দুই মুসলিম আসামিকে দোষী সাব্যস্ত

যুক্তরাজ্যে আইএস জঙ্গি হামলার আতঙ্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাজ্যে আইএস জঙ্গি হামলার আতঙ্ক

ছবি: ওয়ালিদ সাদাউই (বায়ে) ও আমার হোসাইন (ডানে)

ইহুদিদের ওপর স্মরণকালের ভয়াবহ হামলা পরিকল্পনার অভিযোগে মুসলিম দুই আসামিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের আদালত। এতে নতুন করে ছড়িয়ে পড়েছে আইএস জঙ্গি হামলার আতঙ্ক।

অস্ট্রেলিয়ায় ইহুদিদের লক্ষ্য করে গুলিবর্ষণ আর ১৫ জনকে হত্যার ১০ দিনের মাথায় এই রায় এলো। দোষী সাব্যস্ত হয়েছেন ৩৮ বছর বয়সী ওয়ালিদ সাদাউই আর ৫২ বছর বয়সী আমার হোসাইন। তিউনিসিয়া থেকে যুক্তরাজ্যে যাওয়া সাদাউই ব্রিটিশ নারীকে বিয়ে করে ২০১২ সালে এসেক্সে বসতি গড়েন। আর ইরাকের সাবেক সেনা সদস্য আমার কুয়েত থেকে যুক্তরাজ্যে গিয়ে বসতি গড়েছেন ২০০৬ সালে। 

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স জানিয়েছে, হামলার জন্য একে-ফোরটি সেভেন, এক হাজার দুইশ’ রাউন্ড গুলি আর দু’টি হ্যান্ডগান কিনতে আগাম অর্থ পরিশোধও করেছিলেন মূল পরিকল্পনাকারী সাদাউই। 

২০২৪ সালের আট মে একাধিক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। বলা হয়েছে, যুক্তরাজ্যের ইতিহাসে ভয়ঙ্করতম হামলা চালিয়ে ইহুদিদের হত্যার পাশাপাশি আত্মঘাতী হওয়ার পরিকল্পনা ছিলো তাদের। সেইসাথে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জনকে হত্যার রেকর্ড ভাঙার ইচ্ছাও ছিলো। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2