• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

মস্কোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

প্রকাশিত: ১৯:০৫, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মস্কোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

ছবি: দ্য গার্ডিয়ান

রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

রাশিয়ান তদন্ত কমিটির তথ্য বলছে, মস্কো নগরের ইয়েলেতস্কায়া স্ট্রিটে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা পুলিশের একটি গাড়ির কাছে এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। ওই ব্যক্তিকে আটক করতে এগিয়ে গেলে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এতে দুই পুলিশ ছাড়াও পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তিটি বিস্ফোরক বহনকারী ছিলেন কিনা তা জানা যায়নি। 

এর আগে গেল সোমবার একই স্থানে বোমা হামলা চালিয়ে রুশ সেনাবাহিনীর সিনিয়র জেনারেলকে হত্যা করা হয়। এ ঘটনার পেছনে ইউক্রেনে হাত রয়েছে বলে অভিযোগ মস্কোর। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। সূত্র: দ্য গার্ডিয়ান  

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2