• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফিলিস্তিন এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা

প্রকাশিত: ১১:৫৭, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:১৪, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ফিলিস্তিন এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। শুক্রবার রাতভর হামলায় গাজার জাবালিয়ায় ২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এদিকে, দক্ষিণ লেবাবনে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইল।

গেলো কয়েকদিন ধরে গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির কেন্দ্র করে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। তাদের স্থল অভিযানে মৃত্যুর মুখোমুখি হাজারো ফিলিস্তিনি। ইসরাইলি বোমা হামলায় ধ্বংস হচ্ছে তাদের শেষ আশ্রয়টুকু। এতে নতুন করে বাড়ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা।

শুক্রবারের হামলায় ৩০ জনের মতো আহত হয়েছে। নিখোঁজ রয়েছে ১৪ জনের বেশি। ২৪ ঘণ্টায় ৫৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এদিকে, লেবাবনে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর আবারও ইসরাইলের হামলায় নিন্দা জানিয়েছে সংস্থাটির প্রধান আন্তেনিও গুতেরেসসহ ফ্রান্স, ইতালি, স্পেন ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা।

জাতিসংঘ কর্মীদের ওপর হামলা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে, লেবানন-ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার উত্তর ইসরাইলে এক ঘণ্টার মধ্যে ১০০টির বেশি রকেট ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2