রাশিয়ার ৩২৯টি হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়াকে কোণঠাসা করে কীভাবে যুদ্ধে সমাপ্তি টানা যায় এ নিয়ে বিশদ একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি। তিনি এর নাম দিয়েছেন ‘ভিক্টরি প্ল্যান’ বা ‘বিজয় পরিকল্পনা’। এটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
রাশিয়াকে চাপে রাখার অংশ হিসেবেই কার্স্কে হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। একই সাথে রণাঙ্গনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে তারা। এরই মাঝে শুক্রবার খারকিভ অঞ্চলে রাশিয়ার একটি এমআই-এইট হেলিকপ্টার ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
মূলত পরিবহন কাজে ব্যবহৃত হয় সোভিয়েত আমলের এমআই-এইট মডেলের হেলিকপ্টার। তবে যুদ্ধক্ষেত্রেও এর নানামুখী ব্যবহার আছে। এর আর্থিক মূল্য ১০ থেকে ১৫ মিলিয়ন ডলার। কীভাবে হেলিকপ্টারটি ধ্বংস করা হয় সে ব্যাপারে বিস্তারিত জানায়নি ইউক্রেনীয় বাহিনী।
এর আগে ৫ অক্টোবর দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার একটি এসইউ-টুয়েন্টিফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় কিয়েভ।
শুক্রবারের বিবৃতিতে জেনারেল স্টাফ আরো জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৩২৯টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এর বাইরে আছে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান।
এদিকে রাশিয়ার কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের ওপর জোরালো হামলা অব্যাহত আছে বলে জানিয়েছেন আখমাত স্পেশাস ফোর্সেযের কমান্ডার মেজর জেনারেল আপ্তি আলাউদিনভ। এখন পর্যন্ত কার্স্কে হামলায় শত্রুপক্ষের প্রায় ৭০ শতাংশ সমরযান ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
আলাউদিনভ জানান, কেবল একক কোনো অঞ্চলে হামলার জন্য এর আগে এতো সমরযান মোতায়েন করেনি ইউক্রেন। কার্স্কে তারা দুইশোর বেশি ট্যাংক, চার শতাধিক সাঁজোয়া ও যুদ্ধযান নিয়ে অনুপ্রবেশ করেছে। শিগগিরই রুশ হামলায় তাদের বাদবাকি যানবাহন ও অস্ত্রসম্ভার ধ্বংস হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আলাউদিনভ।
বিভি/এইচজে
মন্তব্য করুন: