• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কখন জানা যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ?

প্রকাশিত: ০৮:২৯, ৩১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
কখন জানা যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ?

যুক্তরাষ্ট্রের এ বছরের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। তবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনের ফল কখন জানা যাবে, তা নির্ভর করছে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা কেমন তীব্র হবে তার ওপর।

যুক্তরাষ্ট্রের নাগরিকরা ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। দেশটির বেশিরভাগই হয় ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস অথবা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। তবে তাদের দু’জনের মধ্যে কে জয়ী হবেন, সেটা ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হবে না। 

জাতীয় স্তরের নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হবে; একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।

সাতটি সুইং রাজ্যের ভোট; যা প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কে এগিয়ে তা নির্ধারণ করবে। এই সাত রাজ্যের ভোটগ্রহণ শেষ হবে ৫ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে। 

ভোটের রাত কেমন যাচ্ছে তার প্রথম ইঙ্গিত পাওয়া যাবে জর্জিয়ায় সন্ধ্যা ৭টা এবং উত্তর ক্যারোলিনায় সন্ধ্যা সাড়ে ৭টার পর। তবে কমালা হ্যারিস যদি সুইং রাজ্যগুলোতে ভালো ফল করেন তাহলে মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো রাজ্যগুলোর ফল পেতে ডেমোক্র্যাট শিবিরকে অপেক্ষা করতে হবে না। বিপরীতে ট্রাম্প যদি দক্ষিণের যুদ্ধের ময়দানেও জয়ী হন তাহলেও কমালা হ্যারিসের জয়ের পথ প্রশস্ত থাকবে। তবে চূড়ান্ত ফলের জন্য আরও অপেক্ষা করতে হবে।

বেশিরভাগ অঙ্গরাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসে। আমেরিকান নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত এই অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য। আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2