• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্পেনে নজিরবিহীন বন্যায় অন্তত ৯৫ জনের প্রাণহানি, তিনদিনের শোক ঘোষণা

প্রকাশিত: ০৯:০৪, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ০৯:০৫, ৩১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
স্পেনে নজিরবিহীন বন্যায় অন্তত ৯৫ জনের প্রাণহানি, তিনদিনের শোক ঘোষণা

স্পেনে নজিরবিহীন বন্যায় অন্তত ৯৫ জনের প্রাণহানি হয়েছে। তিনদিনের শোক ঘোষণা করে উদ্ধার তৎপরতায় নামানো হয়েছে এক হাজারের বেশি সেনা সদস্যকে।

বৃষ্টি থামার ফলে বেশিরভাগ অঞ্চলে পানি নামতে শুরু করায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। চলছে উদ্ধার, পরিচ্ছন্নতা, পুনর্বাসন আর পুনর্গঠন অভিযান। আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশ। পানির ঢলে ভেসে গেছে বাড়িঘর, সেতু আর যানবাহন।

বেগতিক পরিস্থিতিতে বুধবার সকালেই দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন বিভাগের কর্মীদের সাথে উদ্ধার তৎপতায় যোগ দেয় সেনা সদস্যরা। সরকারি বিভিন্ন দপ্তর থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত পঞ্চাশ বছরের মধ্যে বন্যায় এতো ব্যাপক মৃত্যু হলো স্পেনে। ১৯৭৩ সালে বন্যায় অন্তত ১৫০ জনের প্রাণহানি হয়েছিলো। জনগণকে সতর্ক করে ব্যবস্থা নিতে দেরি করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার রাত আটটার পর জরুরি সতর্কতা জারি করার আগেই একাধিক শহরের বিস্তীর্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2