• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মার্কিন নির্বাচনের ফলাফল: জয়ের কাছাকাছি ট্রাম্প

প্রকাশিত: ০৭:২৫, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫০, ৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মার্কিন নির্বাচনের ফলাফল: জয়ের কাছাকাছি ট্রাম্প

প্রতীকী ছবি

ভোটগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট, সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সব রাজ্যে শেষ হবে ভোটগ্রহণ। সবার প্রথমে কেনটাকি ও ইন্ডিয়া রাজ্যের ভোটকেন্দ্রগুলোর দরজা বন্ধ হয়। আর এখান থেকেই আসা শুরু করে ভোটের ফলাফল।

যে কয়টি রাজ্যের ভোটগ্রহণ শেষে ফলাফল জানা গেছে তার মধ্যে ২৬৭টি ইলেকটোরারাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। পক্ষান্তরে কমলা হ্যারিস নিশ্চিত করেছেন ২২৪টি। এছাড়া ৫১টি আসন পেয়ে সিনেট দখলে নিয়েছে রিপানলিকানরা। অন্যদিকে, হাউজেও এগিয়ে আছে ট্রাম্পের দল।

এদিকে ফিলাডেলফিয়ায় ‘বিশাল কারচুপির’ অভিযোগ এনেছেন ট্রাম্প। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে নির্বাচনে ‘বিশাল কারচুপির’ শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সূত্র: আল জাজিরা, সিএনএন, বিবিসি 

বিভি/এমআর

মন্তব্য করুন: