জাপানের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত শিগেরু ইশিবা
ছবি: ফাইল ফটো
আবারও জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বিরাজ করছিলো। এ অবস্থায় সোমবার (১১ নভেম্বর) পার্লামেন্টের এক বিশেষ ভোটে তিনি জাপানের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হলেন। পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন।
গত ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইশিবার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। দুই কক্ষবিশিষ্ট জাপানি পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী অংশ এটি। ফলে ইশিবার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে পার্লামেন্টারি ভোটে উতরে যাওয়ায় দেশের প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন তিনি।
ইশিবা এবার একটি সংখ্যালঘু সরকার গঠন করবেন, যার কারণে বিরোধী দলগুলোর দাবিগুলোকেও তাকে বিবেচনায় নিতে হবে। ইশিবা এলডিপির নেতা হলেও, সংসদের নিম্নকক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ফলে নতুন কোনও বিল বা বাজেট অনুমোদনের জন্য তাকে বিরোধীদের সহযোগিতার প্রয়োজন হবে। ফলে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
ইশিবা তার দলের ভেতরে খোলামেলা সমালোচনা করার জন্য যথেষ্ট পরিচিত। এই কারণে জনগণের কাছে তিনি প্রশংসিত হলেও দলের কিছু নেতার কাছে তিনি বিরাগভাজন। সূত্র: সিএনএন
বিভি/এমআর
মন্তব্য করুন: