• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ফক্সভাগেনের কারখানায় হাজার হাজার কর্মীর কর্মবিরতি  

প্রকাশিত: ১৯:৩৯, ৩ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ফক্সভাগেনের কারখানায় হাজার হাজার কর্মীর কর্মবিরতি  

জার্মানির অটোমোবাইল জায়ান্ট ফক্সভাগেনের কারখানায় কয়েক হাজার শ্রমিক দুই ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯:৩০ মিনিট থেকে শ্রমিকরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। রাতের শিফটে আবার একই কর্মসূচি পালন করা হয়। ফক্সভাগেনের তিনটি প্ল্যান্ট বন্ধ এবং পেনশন সুবিধা কাটছাঁটের ঘোষণার বিরুদ্ধে আইজি মেটাল ইউনিয়নের ডাকে এই আন্দোলন শুরু হয়েছে। 

আইজি মেটালের নেতা থর্সটেন গ্র্যোগার বলেন, "সতর্কতামূলক ধর্মঘট শুরু হয়েছে। প্রয়োজনে এটি ফক্সভাগেনের ইতিহাসে সবচেয়ে কঠিন মজুরি আন্দোলনে পরিণত হবে।"

ফক্সভাগেনের বাজেটে ১৮ বিলিয়ন ইউরো কাটছাঁটের পরিকল্পনার প্রতিবাদে এই আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। বাজেট কমানোর অংশ হিসেবে কোম্পানি পেনশন সুবিধায় বড় পরিবর্তন আনতে চায়। পাশাপাশি জার্মানির মধ্যে তিনটি প্ল্যান্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ফক্সভাগেনের কর্মী পরিষদের নেত্রী ড্যানিয়েলা কাভালো বলেন, "এটি হয় সমঝোতার দিকে যাবে, নয়তো পরিস্থিতি আরো তীব্র হবে। আমরা উভয় পরিস্থিতির জন্য প্রস্তুত।"

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2