• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইন অনুমোদনে বিরোধীদের প্রতি সমর্থনের আহ্বান শলৎসের

প্রকাশিত: ০৯:২৯, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আইন অনুমোদনে বিরোধীদের প্রতি সমর্থনের আহ্বান শলৎসের

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস তার জোট সরকারের শেষ সময়ের পরিকল্পনাগুলো সমর্থন করার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) জার্মান সংসদ বুন্ডেসটাগে প্রায় এক ঘন্টা স্থায়ী প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শলৎস। সেখানে আগাম নির্বাচনের আগে সরকারের কাজে যাতে কোনো স্থবিরতা না আসে তা নিশ্চিত করতে বিরোধী রাজনীতিবিদদের কাছে তিনি সমর্থন প্রত্যাশা করেন।

ওলাফ শলৎস সংসদ বলেন, "নির্বাচনি প্রচারের সময়টি স্থবিরতার সময় নয়। আমরা এখনো কিছু কাজ করতে পারি। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও সহায়তা করুন।"

আসন্ন নির্বাচনে জয়ী হবার বিষয়েও আশাবাদী জার্মানির চ্যান্সেলর৷ সেই আশা নিয়ে তিনি বলেন, "আমি আমার নিজের উত্তরসূরি হতে চাই"।

তবে দেশব্যাপী পরিচালিত জরিপে উঠে আসছে ভিন্ন চিত্র। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)-এর সমর্থন এই মুহূর্তে ৩০%-এর বেশি। বিপরীতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটদের (এসপিডি) সমর্থন মাত্র ১৫%। তবে জার্মানিতে অতি ডানপন্থিদের সমর্থন বৃদ্ধি পাওয়ার আভাস মিলেছে। জরিপে উগ্র-ডানপন্থি রাজনৈতিক দল অল্টারনাটিভ ফুর ডয়েচল্যান্ড (এএফডি) পেয়েছে প্রায় ১৯% মানুষের সমর্থন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2