• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

দামেস্কে পৌঁছে ঐতিহাসিক ‘উমাইয়া মসজিদ’ পরিদর্শন করলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:২০, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২৭, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
দামেস্কে পৌঁছে ঐতিহাসিক ‘উমাইয়া মসজিদ’ পরিদর্শন করলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত

সরকারি সফরে দামেস্কে পৌঁছেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। সিরিয়ায় পৌঁছানোর পর তিনি দামেস্কের ঐতিহাসিক ‘উমাইয়া মসজিদ’ পরিদর্শন করেছেন। এসময়, তিনি মসজিদটির আশপাশে হাঁটাহাঁটি করে ছবি তোলেন এবং মসজিদটির ইতিহাস সম্পর্কে আগ্রহ জানতে প্রকাশ করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার (১০ জানুয়ারি) সিরিয়ার নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করবেন তাজানি।

এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে রোমে এক সম্মেলনে আলাপ-আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র, ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। এদিন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যত পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

মন্তব্য করুন: