• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা: নিহত ৪০

প্রকাশিত: ০০:৪০, ১১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা: নিহত ৪০

ছবি: জান্তা বাহিনীর বিমান হামলার পর কিয়াউক নি মাও গ্রাম

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দাবি করা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় রাখাইন রাজ্যের একটি গ্রামে অন্তত ৪০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। 

বুধবার (৮ জানুয়ারি) আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে এ হামলা চালানো হয়। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বার্তা সংস্থা এপিকে বলেছেন, একটি যুদ্ধবিমান বুধবার বিকালে গ্রামটিতে বোমাবর্ষণ করে। এতে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। হামলার ফলে ৫০০টিরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় একটি দাতব্য সংস্থার নেতা বলেছেন, গ্রামের বাজারে হামলা হয়। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। চিকিৎসা সামগ্রীর অভাবে আহতদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

মিয়ানমার সেনাবাহিনী এ হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। তাছাড়া ওই এলাকার ইন্টারনেট ও মোবাইল ফোন-সেবা বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশটিতে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সামরিক শাসনের বিরোধিতাকারীরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। সূত্র: দ্য গার্ডিয়ান 

বিভি/এমআর

মন্তব্য করুন: