• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

নতুন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন কবিরের ছেলে আটক

প্রকাশিত: ২০:১৩, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নতুন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন কবিরের ছেলে আটক

ছবি: হুমায়ুন কবির (বায়ে) ও ছেলে গুলাম নবী আজাদ (ডানে)

বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় আসা পশ্চিমবঙ্গের রাজনীতিক হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদকে আটক করেছে পুলিশ। হুমায়ুনের নিরাপত্তায় নিয়োজিত এক কনস্টেবলকে মারধরের অভিযোগে রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে আজাদকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, ছুটির আবেদন জানাতে গিয়ে ওই কনস্টেবল ও আজাদের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে কনস্টেবলকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের পর আজাদকে শক্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় হুমায়ুন কবির বাড়িতে ছিলেন না বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন কবির। এই ইস্যুকে কেন্দ্র করে তাকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি জনতা উন্নয়ন পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

এদিকে, ছেলের আটকের পর অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তার দাবি, ওই কনস্টেবল তাকে আক্রমণের চেষ্টা করেছিলেন এবং তার ছেলে কেবল আত্মরক্ষার চেষ্টা করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি পুলিশ সুপারের দপ্তর ঘেরাওয়ের হুমকি দেন হুমায়ুন।

পুলিশ জানায়, কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2