রক্তের মতো লাল হয়ে গেল নদীর পানি, কারণ কী? (ভিডিও)
দেখে হয়তো মনে হবে, বিশাল এক এলাকা জুড়ে বয়ে চলছে রক্তের ধারা। যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে শুধুই রক্তবর্ণের পানি। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই, এটি আসলে স্বাভাবিক একটি নদী।
অদ্ভুত এই ঘটনা দেখা গেছে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায়। দেশোটির রাজধানী বুয়েনস এইরেস থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছোট্ট একটি শহর আভেলানেদা। সেখানকার ‘সারান্দি’ নামের একটি নদীতেই দেখা মিললো এমন দৃশ্যের।
নদীর পানির এমন লাল রঙ দেখে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন আভেলানেদার বাসিন্দারা। এর জন্য আপাতত দূষণকে দুষছেন তারা। কারণ জানতে এরই মদ্যে নদী থেকে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েনস এইরেসের আবহাওয়া মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, সম্ভবত ‘জৈব রঞ্জকের’ কারণে পানি রক্তবর্ণ ধারণ করেছে।
বুয়েনস এইরেসের এই এলাকাটি মূলত চামড়া প্রক্রিয়াকরণ শিল্প ও অন্য শিল্পপ্রতিষ্ঠান দ্বারা পরিবেষ্টিত। এখানে প্রাণীর চামড়ায় রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে ব্যবহার উপযোগী চামড়া পরিণত করা হয়। ফলে ধারণা করা হচ্ছে এসব কারখানার বর্জ্য গিয়ে নদীতে পড়ে নদীর পানি দূষিত হয়েছে। যা রক্তের মতো লাল করে দিয়েছে পুরো নদীর পানি।
এক রাতের মধ্যে নদীর পানির রং লাল হয়ে যাওয়ার বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুধু রঙ নয়, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নদীর পানি থেকে আসা দুর্গন্ধও। তীব্র এই গন্ধে বমি ও গলা আক্রান্ত হওয়ার অভিযোগও জানিয়েছেন অনেকে। তবে সকালে পানির রং লাল থাকলেও, বিকেলের দিকে ধীরে ধীরে তা কমে যেতে থাকে এবং নদীটি আবার আগের রূপে ফিরে আসে।
দেশটির নদী ও ভূমি সংস্কার প্রকল্পে পরিবেশগত পরামর্শদাতা হিসেবে কাজ করছেন নর্থইস্টার্ন ইউনিভার্সিটির পাবলিক পলিসি এবং নগর বিষয়ক অধ্যাপক মোইরা জেলনার। তিনি জানান, বুয়েনস আইরেসের নদীতে দূষণের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যা সত্যিই হৃদয়বিদারক। আর এর পরিণতি ভোগ করছেন এখানকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অতীতেও এই নদীর স্রোত বিভিন্ন অস্বাভাবিক রঙ প্রদর্শন করেছে। ধূসর, সবুজ, বেগুনি, নীল এমনকি বাদামী রঙের পানিও দেখা গেছে এই নদীতে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ এর দশক থেকে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আসছেন স্থানীয়রা। পরিবেশ দূষণের বেশ কয়েকটি মামলা এখনও চলমান রয়েছে।
বিভি/এমএফআর
মন্তব্য করুন: