• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

লিবিয়া উপকূলে নৌকা ডুবে মৃত্যু ১৬ পাকিস্তানির

প্রকাশিত: ২২:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
লিবিয়া উপকূলে নৌকা ডুবে মৃত্যু ১৬ পাকিস্তানির

ছবি: সংগৃহীত

লিবিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে মৃত্যু হয়েছে পাকিস্তানের ১৬ অভিবাসন প্রত্যাশীর।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ বিবৃতিতে বলা হয়, লিবিয়া উপকূলে প্রাণ হারানো সকলেই পাকিস্তানের নাগরিক। এখনও  নিখোঁজ রয়েছেন ১০ জন।

বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাওইয়ার মার্সা ডেলা বন্দরে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে আনুমানিক ৬৫ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানতে পেরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের সকলেই পাকিস্তানের নাগরিক। ৩৭ জন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন। লিবিয়ার পুলিশ যাদের ৩৩ জনকে হেফাজতে নিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি হতাহতদের দ্রুত সনাক্ত করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন শেহবাজ।

উল্লেখ্য, ২০২৩ সালের জুনের এক রাতে ভূমধ্যসাগরে ৭৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে থাকা ৩৫০ জনের বেশি পাকিস্তানির মৃত্যু হয়। তখন এদের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছিল মাত্র ৮২ জনের মরদেহ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2