ইসরাইলি হামলায় গাজায় প্রাণ গেলো আরও ৩৪ ফিলিস্তিনির

ছবি: সংগৃহীত
গাজায় শনিবার (২২ মার্চ) ভোর থেকে হামলা চালিয়ে ৫ শিশুসহ ৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছে বলে দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের। কয়েক ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৮ ফিলিস্তিনি।
গত কয়েক ঘণ্টায় গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
গাজার দক্ষিণে খান ইউনিসকে কেন্দ্র করে আক্রমণ চালায় ইসরাইলি সেনারা। এই শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় সংঘটিত হামলায় হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল ও তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।
গাজার রাফাহ শহরের নাসর ও জাপানিজ আবাসিক এলাকায়ও বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়াও ইসরাইলি বাহিনী শহরের প্রবেশপথ এবং কাছাকাছি ক্যাম্পগুলিতে চেকপয়েন্ট স্থাপন করেছে এবং বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেয়ায় গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। খাদ্য ও চিকিৎসার চরম অভাবে ভুগছে গাজাবাসী।
এদিকে শনিবার রাতে গাজা উপত্যকায় নতুন করে হামলার বিষয়ে বৈঠকে বসে ইসরাইলি সরকার। এ সময়ে গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করতে এবং বাকি ৫৯ ইসরাইলি জিম্মিকে ফিরে পেতে বিক্ষোভ করেছে হামাস থেকে মুক্তি পাওয়া জিম্মি ও তাদের পরিবারের সদস্যসহ হাজার হাজার ইসরাইলি।
তেল আবিবে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে সামনে বিক্ষোভ করে তারা। এছাড়াও গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপজুড়ে বিক্ষোভকারীরা।
বিভি/এআই
মন্তব্য করুন: