• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদুল ফিতরের তারিখ জানালো মিশরের জ্যোতির্বিদ ইনস্টিটিউট

প্রকাশিত: ১৭:১৩, ২৫ মার্চ ২০২৫

আপডেট: ১৭:১৫, ২৫ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ঈদুল ফিতরের তারিখ জানালো মিশরের জ্যোতির্বিদ ইনস্টিটিউট

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানিয়েছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি)। জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী আগামী ৩০ মার্চ (রবিবার) ঈদের তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই তারিখটি বিভিন্ন আরব দেশের পূর্বাভাসের সঙ্গেও মিল রেখেছে বলে জানিয়েছে এনআরআইএজি। যা রমজানের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনার ইঙ্গিত দেয়। 

ঈদের তারিখ ঘোষণার পাশাপাশি এ উপলক্ষে ছুটিও ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিশরে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তিনদিন সরকারি-বেসরকারিসহ সব সেক্টর বন্ধ থাকবে। 

এনআরআইএজি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ কায়রো সময় দুপুর ১টায় উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে। ফলে ৩০ মার্চ ঈদ পালিত হবে। 

যদিও এনআরআইএজি ঈদের তারিখ আগে প্রকাশ করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মিশরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’। যারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করে।

সূত্র: ইজিপ্টসিয়ান স্ট্রিট

বিভি/টিটি

মন্তব্য করুন: