সিরিয়ার সুন্নি নেতৃত্বে ইসরাইলের অবিশ্বাস, আল-শারার প্রাসাদের নিকট হামলা

ছবি: সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলা প্রেসিডেন্ট আহমেদ হুসেইন আল-শারার প্রাসাদের আশপাশে করা হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শুক্রবার (২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরাইল ড্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
গত দুই দিনে এটি সিরিয়ায় ইসরাইলের দ্বিতীয় হামলা। এই হামলাকে সিরিয়ার বর্তমান সুন্নি নেতৃত্বের প্রতি ইসরাইলের গভীর অবিশ্বাসের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
নেতানিয়াহু বলেন, ইসরাইল দক্ষিণ দামেস্কে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি সহ্য করবে না ও ড্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার জন্য কোনো হুমকি মেনে নেবে না। তবে, দামেস্কে হামলার ঘটনায় সিরিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) দামেস্কের উপকণ্ঠে ড্রুজ-অধ্যুষিত এলাকায় সুন্নি ও ড্রুজ সম্প্রদায়ের বন্দুকধারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।
সংঘর্ষের সূত্রপাত হয় একটি বিতর্কিত অডিও ক্লিপকে কেন্দ্র করে, যেখানে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করা হয়। সুন্নি মুসলিমরা বলছেন, অডিও ক্লিপটি ড্রুজ সম্প্রদায়ের লোকজন তৈরি করেছে। এ ঘটনায় সহিংসতা বৃদ্ধি পেয়ে পরবর্তী দিনগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিভি/আইজে
মন্তব্য করুন: