• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

প্রকাশিত: ১০:২৯, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ মে) আবদালি ক্ষেপণাস্ত্র–ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পাকিস্তান।

জানা যায়, পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এই উৎক্ষেপণ ‘এক্স সিন্ধু’ নামে একটি সামরিক মহড়ার অংশ ছিল। সেনাদের প্রস্তুতি খতিয়ে দেখা এবং গুরুত্বপূর্ণ কারিগরি দিকগুলো যাচাই করাই আবদালি ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ভারতের প্রতি পাকিস্তানের বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযানের ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্তের চার দিন পর এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। এছাড়াও, ভারতীয় পতাকাবাহী জাহাজ বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান।

এদিকে, প্রতিশোধমূলকভাবে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। পাশাপাশি ডাক ও পার্সেল সেবা বন্ধের ঘোষণাও দিয়েছে দেশটি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2