• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সৌদি আরবে অনুমতি ছাড়া হজ পালনে কঠোর শাস্তির ঘোষণা, শুরু হয়েছে বিশেষ অভিযান

প্রকাশিত: ১২:১২, ৩ মে ২০২৫

আপডেট: ১২:১২, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
সৌদি আরবে অনুমতি ছাড়া হজ পালনে কঠোর শাস্তির ঘোষণা, শুরু হয়েছে বিশেষ অভিযান

ছবি: সংগৃহীত

হজ নিয়ম লঙ্ঘন রোধে কঠোর অভিযান শুরু করেছে সৌদি আরব সরকার। যারা হজ পালনের জন্য সরকারি অনুমতি না নিয়েই পবিত্র স্থানসমূহে প্রবেশ বা অবস্থান করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এই উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে বেআইনি প্রবেশ বা অবস্থান ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা নিয়ম লঙ্ঘন করবে, তাদের তাৎক্ষণিকভাবে আটক করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। একইসঙ্গে, যারা এই ধরনের লঙ্ঘনে সহায়তা করবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে কিংবা আটক হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০,০০০ সৌদি রিয়াল (প্রায় ৫,৩৩৩ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে। তদুপরি, যেসব ব্যক্তি অবৈধভাবে তীর্থযাত্রীদের সহায়তা করবেন, তাদের ১,০০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে লঙ্ঘনের মাত্রা ও জড়িত ব্যক্তির সংখ্যার ভিত্তিতে।

এছাড়াও, যেসব ব্যক্তি হজের সময় অবৈধভাবে অবস্থান করবেন বা হজ সংক্রান্ত প্রটোকল ভঙ্গ করবেন, তাদের সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে ও ভবিষ্যতে ১০ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। অভিযুক্তদের পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন যদি তাদের মালিকানাধীন হয়, তাহলে তা বাজেয়াপ্ত করার জন্য আদালতে অনুরোধ জানানো হবে।

তীর্থযাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি, তারা জনগণকে হজ সংক্রান্ত সব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

যে কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা রিপোর্ট করতে জনগণকে উৎসাহিত করা হয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে ও অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে। 
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2