• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরাইলের হামলা

প্রকাশিত: ১৭:৪২, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরাইলের হামলা

শেষমেশ সিরিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের কার্ড খেলতে চাইছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? হামলার তীব্রতা বাড়াতে বাড়াতে এবারে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এটিকে ব্যাপক উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 
 

দোসরা মে ওই বিমান হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন খোদ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটয। আত্মপক্ষ সমর্থন করা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর ওপর সরকারি বাহিনীর সহিংসতার প্রতিবাদে সতর্কতা হিসেবে হামলা চালানো হয়েছে। এই জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ইসরাইল বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন নেতানিয়াহু। 


শুধু তাই নয়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দামেস্কের দক্ষিণে, ইসরাইলের সীমান্তবর্তী অঞ্চলে সিরিয়ার সেনা মোতায়েনও মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। 


অন্যদিকে রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার কাছে ইসরাইলের এই বিমান হামলাকে উত্তেজনা বৃদ্ধির বিপজ্জনক খেলা হিসেবে উল্লেখ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট আল-শারার সরকার। নিরাপত্তা ইস্যুতে এরই মাঝে রাজধানীতে অতিরিক্ত সেনা জড়ো করেছে তারা।


বিদ্রোহীদের সাবেক নেতা, প্রেসিডেন্ট আল-শারা বলেছেন, ইসরাইল সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন শারা। 


মূলত হজরত মোহাম্মদ (স.) কটাক্ষ করার অভিযোগে গত ২৮ এপ্রিল সিরিয়ার দক্ষিণাঞ্চলে জারামায়া ও সাহনায়া শহরে বসবাসকারী দ্রুজদের সাথে সরকারি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে দুই পক্ষের অন্তত ২২ জন নিহত হন। ওই সংঘর্ষের জেরে এর আগে ৩০ এপ্রিল দ্রুজ অধ্যুষিত একটি শহরেও সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। 


দ্রুজদের এক ধর্মীয় নেতা একটি অডিও ক্লিপে শেষ নবীকে কটাক্ষ করেন বলে চাউর হয়। পরে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লে দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়। তবে ওই ধর্মীয় নেতা কটাক্ষ করার অভিযোগ অস্বীকার করেছেন। 


এদিকে এরই মাঝে ওই দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সিরিয়া সরকার। দ্রুজ জনগোষ্ঠীসহ সকল সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা। 


অনেক বিশ্লেষক বলছেন, দ্রুজরা দীর্ঘদিন ধরেই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে আসছে। ইসরাইলও তাদের কাজে লাগিয়ে সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ আছে। দুর্বল হয়ে পড়া বর্তমান সিরিয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন তুলনামূলক সহজ হতে পারে, এমন অভিলাষে নেতানিয়াহু নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠতে পারেন। হয়তো সেই লক্ষ্যেই ক্রমশ সিরিয়ায় ইসরাইলি সেনাদের দৌরাত্ম্য বাড়ছে।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2