আবারো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দেশটির লেবার পার্টির অ্যান্থনি আলবানিজ। এরই মধ্যে প্রধান বিরোধী দল লিবারেল পার্টির প্রার্থী পিটার ডাটন পরাজয় স্বীকার করে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
৫০.৩৩% ভোট গণনা শেষে এখন পর্যন্ত ৬৮ আসনে বিজয়ী হয়েছে অ্যান্থনি আলবানিজের দল। অন্যদিকে তার প্রধান বিরোধী নেতা পিটার ডাটনের জোট ২২ আসনে বিজয়ী হয়েছে।
এবারের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিলো দেশটিতে পণ্যের দাম বৃদ্ধি ও গৃহনির্মাণ সংকট। নির্বাচিত সরকার এসব সমস্যা দ্রুতই সমাধান করতে পারবে বলে আশা করছে অস্ট্রেলিয়ার অধিবাসীরা। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া কিছু সিদ্ধান্তও দেশটির রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছিলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজয় ভাষণে স্বল্প খরচে শিশুদের ডে কেয়ার ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ বীমার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এছাড়াও জলবায়ু এবং নবায়নযোগ্য শক্তির উপর জোর দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: