ভারত সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করলে ধ্বংস করবে পাকিস্তান

ছবি: সংগৃহীত
সিন্ধু নদীর উপর বাঁধ বা অনুরূপ কোনো কাঠামো নির্মাণের চেষ্টা ও পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করলে ভারতকে সামরিকভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
শুক্রবার পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের ‘নয়া পাকিস্তান’ নামক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ।
সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগ্রাসন মানে শুধু গোলাগুলি বা কামানের হামলা নয়। বিভিন্ন উপায়ে আগ্রাসন চালানো সম্ভব। যদি সিন্ধু নদীর পানি আটকে দেওয়া হয় কিংবা তার প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়া হয়, সেটিও একটি আগ্রাসনের রূপ। এর ফলে বিশালসংখ্যক মানুষ অনাহার ও পিপাসায় প্রাণ হারাতে পারে।
তিনি জানান, যদি নয়াদিল্লি সিন্ধু নদীর পানিপ্রবাহ থামাতে বাঁধ বা এ ধরনের কোনো কাঠামো নির্মাণ শুরু করে, তাহলে তারা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবেন ও সেই কাঠামো ধ্বংস করে দেবেন।
বর্তমানে তারা আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে এ বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ও পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছেন বলেও জানান তিনি।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলা হয়। এদিন, স্বয়ংক্রিয় রাইফেলসহ বন্দুকধারীরা কমপক্ষে ২৬ জনকে গুলিতে হত্যা করে।
এই ভয়াবহ হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। পরবর্তীতে পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করে দেয় ভারত।
এছাড়া, পাকিস্তানের কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়াসহ ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়।
এদিকে, পেহেলগামের হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইসলামাবাদ।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একাধিক ব্যবস্থা গ্রহণ করে। এসময় তারা ভারতের সাথে স্থল ও আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল ও দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করে দেয়।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে তিনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তানের উপর হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে খাজা আসিফও মনে করেন যে, দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা বিদ্যমান রয়েছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: