নিজেকে পোপ রূপে উপস্থাপন করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত
এবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তাকে ক্যাথলিক পোপের পোশাকে দেখা গেছে। ৩ মে পোস্ট করা এই ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
ছবিতে ট্রাম্পের পরনে ছিল পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক, গলায় ঝুলছিল সোনার ক্রুশ, আর মাথায় ছিল মিত্রা নামক পোপীয় টুপি। ছবিতে দেখা যায়, তিনি ডান হাতের তর্জনি আকাশের দিকে নির্দেশ করছেন।
এর আগে একবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি পরবর্তী ক্যাথলিক পোপ হতে আগ্রহী। তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই, সেটাই আমার প্রথম পছন্দ’।
যদিও পরে তিনি জানান, তার আসলে নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তবে নিউইয়র্কের একজন কার্ডিনালকে তিনি চমৎকার ব্যক্তি বলে প্রশংসা করেন।
ট্রাম্প সম্প্রতি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য যে, পোপ ফ্রান্সিস ও ট্রাম্পের মধ্যে অতীতে একাধিকবার মতবিরোধ হয়েছে। ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন সীমান্তে প্রাচীর নির্মাণের পরিকল্পনার জন্য পোপ তাকে তীব্র সমালোচনা করেছিলেন।
পোপ বলেছিলেন, ‘যে ব্যক্তি শুধু দেয়াল তুলতে চায়, আর সেতু নির্মাণে আগ্রহী নয়, সে প্রকৃত খ্রিষ্টান হতে পারে না’।
বিভি/আইজে
মন্তব্য করুন: