• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভয়ঙ্কর ধুলিঝড়ের কবলে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ, দমবন্ধ অবস্থা(ভিডিও)

প্রকাশিত: ১৪:৪৫, ৬ মে ২০২৫

আপডেট: ১৫:৪১, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ

মধ্যপ্রাচ্যের ৫টি দেশে একযোগে ভয়াবহ ধুলিঝড় দেখা দিয়েছে। এই পাঁচ দেশ হলো সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান।সোমবার সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ঢেউয়ের মতো এগিয়ে আসছে বিশাল আকৃতির ধুলিঝড়। এসময় সূর্যের আলো অনেকটাই আটকে যায়। ফলে দিনের বেলাতেই রাতের আঁধার নেমে আসার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

ধুলিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইরাকে। উত্তর ইরাকজুড়ে ভয়াবহ ধুলিঝড়ের আঘাতে দমবন্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।  ধুলিঝড়ের প্রভাবে শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিয়ালা প্রদেশে ৩০০-র বেশি মানুষকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। ধুলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত ও তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কুয়েতে তীব্র ধুলিঝড় ও বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শুয়েইখ ও শুয়াইবা বন্দরসমূহে কার্যক্রম স্থগিত করা হয়। পরে সোমবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় শুরু হয়।

জর্ডানের বিভিন্ন অঞ্চলে তীব্র বৃষ্টিপাত, বজ্রঝড় ও ধুলিঝড়ের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে ঐতিহাসিক পেট্রা শহরে বন্যার পানি ঢুকে পড়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত ১,৭০০-এর বেশি পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইসহ বিভিন্ন এলাকায় ধুলিঝড়ের কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রবল বাতাসের ফলে ধুলা ও বালির ঘূর্ণি সৃষ্টি হয়েছে। ফলে অনেক এলাকায় দৃশ্যমানতা ৩,০০০ মিটারের নিচে নামিয়ে এনেছে।

ধুলিঝড়ের কারণে সৌদি আরবের মধ্যাঞ্চল আল কাসিম প্রদেশে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। রাজধানী রিয়াদসহ ৫টি অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই ধুলিঝড়ের সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। 

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই ধুলিঝড়টি ছিল গ্র্যাভিটি-ড্রিভেন হাবুব — যা কিউমুলোনিম্বাস মেঘ থেকে সৃষ্ট শক্তিশালী ডাউনড্রাফটের ফলে গঠিত হয়। এগুলোর গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং উচ্চতা ২০০০ মিটার ছাড়িয়ে যেতে পারে। তবে আবহাওয়াবিদদের ধারণা, মে মাসের দ্বিতীয়ার্ধে ঝড়ের তীব্রতা হ্রাস পেতে পারে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: