• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

প্রকাশিত: ১৯:৪৪, ৭ মে ২০২৫

আপডেট: ১৯:৪৫, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

ছবি: জইশ-ই-মুহাম্মদ (জেইএম)-এর প্রধান মাসুদ আজহার

পাকিস্তানের অভ্যন্তরে ভারতের চালানো মিসাইল হামলায় জইশ-ই-মুহাম্মদ (জেইএম)-এর প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। বুধবার (৭ মে) এক বিবৃতিতে এমনটিই দাবি করেছেন মাসুদ আজহার। বিবৃতিতে তিনি বলেন, কাপুরুষ মোদি নিরীহ শিশু, অবিবাহিত নারী ও বয়স্কদের টার্গেট করেছে। এই শোক ও বিস্ময় ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি জানান, নিহতদের মধ্যে তার বড় বোন, দুলাভাই, ভাতিজা ও ভাতিজিও রয়েছেন। 

অন্যদিকে ভারতের সামরিক বাহিনী দাবি করেছে, তারা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলাগুলোতে কোনও বেসামরিক ব্যক্তি বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।

তবে পাকিস্তান জানিয়েছে, দেশটির ছয়টি ভিন্ন এলাকায় হামলাগুলোর লক্ষ্য ছিলো বেসামরিক এলাকা ও উপাসনালয় এবং এতে বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন। সূত্র: পিটিআই

জইশ-ই-মুহাম্মদ একটি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে একত্রীকরণের লক্ষ্যে কাজ করে তারা। এই গোষ্ঠীকে ২০০১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। তবে এর নেতা মাসুদ আজহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চীনের ভেটোর কারণে বাধাগ্রস্ত হয়। সূত্র: সিএনএন
 

বিভি/এমআর

মন্তব্য করুন: