• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানের পাশে থাকার জন্য এরদোয়ানকে ‘ভাই’ ডেকে কৃতজ্ঞতা প্রকাশ শেহবাজের

প্রকাশিত: ১২:৫৯, ৮ মে ২০২৫

আপডেট: ১৩:১৫, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানের পাশে থাকার জন্য এরদোয়ানকে ‘ভাই’ ডেকে কৃতজ্ঞতা প্রকাশ শেহবাজের

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘ভাই’ সম্বোধন করে পাকিস্তানে ভারতের হামলার পর সহমর্মিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানের জন্য একটি সংকটময় সময়ে তুরস্কের সহোদরদের দোয়া ও প্রেসিডেন্ট এরদোয়ানের সংহতি ও সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ’। 

তিনি আরও বলেন, ‘আমি তুর্কি প্রেসিডেন্টকে আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছি, যারা শত্রুকে সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিহত করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা যে কোনো মূল্যে রক্ষা করব।’ 

পাশাপাশি তিনি জানান, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে ও শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের উদ্যোগকেও পাকিস্তান অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।
 

বিভি/আইজে

মন্তব্য করুন: