পাকিস্তানের লাহোরসহ ৯টি শহরে দফায় দফায় ড্রোন হামলা ভারতের

ছবি: সংগৃহীত
টানটান সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের লাহোরসহ ৯টি শহরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আর কাশ্মীর সীমান্তের নিন্ত্রণরেখায় পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে ভারতের এক সেনা সদস্যসহ নিহত হয়েছে অন্তত ১৩ জন।
পাঞ্জাব প্রদেশের রাজধানী ওয়ালটন বিমানবন্দরের কাছে গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে। বুধবার (৭ মে) রাতে এই হামলার পরপরই পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এছাড়াও কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে সারা রাত ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। হালকা অস্ত্রের পাশাপাশি পাল্টাপাল্টি কামানের গোলাবর্ষণের তথ্য নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী।
মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিহতদের প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের ভেতরে চালানো ভারতের ঝটিকা আক্রমণ অপারেশন সিঁদুরের দাঁতভাঙা জবাব দেয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এদিকে, সংঘাত নিয়ে আলোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও বিরোধী রাজনীতিক দলের শীর্ষ নেতারা। এই কঠিন পরিস্থিতিতে দেশেরবাসীকে একজোট থাকতে আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক নেতাদের অভিযানের উদ্দেশ্য, কৌশলগত ও নিরাপত্তা প্রভাব এবং প্রতিশোধমূলক পদক্ষেপের ক্ষেত্রে ভারতের প্রস্তুতি কেমন এসব বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
বিভি/এসজি
মন্তব্য করুন: