ভারত ও পাকিস্তান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান ট্রাম্পের

ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত থামাতে প্রয়োজনে দুই দেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, দু'দেশে এমন সংঘাত লজ্জাজনক। সবার আশা তারা এই সংঘাত দ্রুতই বন্ধ করবে। ওভাল অফিসে এই মন্তব্যের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দু'দেশর সমস্যা সমাধানের জন্য সবরকম সাহায্য করবে যুক্তরাষ্ট্র।
এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দুই দেশের পররাষ্ট্রবিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত।
চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। উত্তেজনা কমিয়ে আনতে দু'দেশের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: