• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সংলাপের আহ্বান

প্রকাশিত: ১২:৫১, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সংলাপের আহ্বান

ছবি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (বায়ে) ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (ডানে)

এবার ঘোষণা দিয়ে ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আইএসপিআরের দাবি, প্রতিশোধ নিতেই শনিবার (১০ মে) ভোরে অপারেশন ‘বুনিয়ান উন মারসুস’ নামের এই অভিযান শুরু করে ইসলামাবাদ। এরআগে মধ্যরাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত, এমন অভিযোগ তোলে পাকিস্তানের সেনাবাহিনী। 

এদিকে বিদ্যমান প্রেক্ষাপটে শনিবার (১০ মে) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, এই কথোপকথনে রুবিও ভারত ও পাকিস্তান উভয় পক্ষকেই শান্তি বজায় রাখা ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

রুবিও এ সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক সংলাপ শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তারও প্রস্তাব দেন।

হামলা নিয়ে নানা সত্য মিথ্যা অভিযোগ উড়িয়ে দেওয়ার পর এবার ঘোষণা দিয়েই ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লির হামলার প্রতিশোধ নিতেই শনিবার ভোরে অপারেশন ‘বুনিয়ান উন মারসুস’ নামের এই অভিযান চালায় ইসলামাবাদ। পবিত্র কুরআনের  আস সাফের একটি আয়াত থেকে এই শব্দটি নেয়া হয়েছে যা দিয়ে বোঝানো হয়েছে, সীসা দিয়ে গাঁথা প্রাচীর।  পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই অভিযানে ফাতাহ-১ মাঝারিপাল্লার মিসাইল ব্যবহার করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।

এর আগে এক মধ্যরাতের লাইভ সম্প্রচারে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

এই হামলার অন্যতম লক্ষ্য ছিল রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, যা রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত।  মধ্যরাতে ইসলামাবাদ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘাঁটিটি সাধারণত বিদেশি কূটনীতিকদের গ্রহণের জন্য ব্যবহৃত হয়। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর ওই রাতেই এখান থেকে বিদায় নিয়েছেন। সূত্র: জিও নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন: