ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর ও বারামুল্লায় বিশাল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত
এবার ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর শহরে দু’টো বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ দু’টো শ্রীনগর বিমানবন্দর ও স্থানীয় সেনা সদরদপ্তরের কাছাকাছি স্থানে ঘটে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা ও সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি জানিয়েছে আল-জাজিরা।
এছাড়াও, কাশ্মীরের বারামুল্লা শহরেও আরও দু’টো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, বিস্ফোরণের সময় ভারত ও পাকিস্তানের সংঘর্ষ চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা এই তথ্যও নিশ্চিত করেন।
তবে, বিশাল এসব বিস্ফোরণের কারণে কী ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটি সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
বিভি/আইজে
মন্তব্য করুন: