• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাল্টাপাল্টি হাইকমিশনের দুই কূটনীতিককে বহিষ্কার করলো ভারত-পাকিস্তান

প্রকাশিত: ১৬:১৯, ১৪ মে ২০২৫

আপডেট: ১৬:১৯, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
পাল্টাপাল্টি হাইকমিশনের দুই কূটনীতিককে বহিষ্কার করলো ভারত-পাকিস্তান

ছবি: সংগৃহীত

এবার পাল্টাপাল্টি হাইকমিশনের দুই কূটনীতিককে বহিষ্কার করলো ভারত-পাকিস্তান। দিল্লি ও ইসলামাবাদ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তাদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিবৃতি দেয় পাকিস্তান। এ তথ্য জানানো হয় দেশটির ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিকভাবে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার করা হয় ঐ কর্মীকে।

এর আগে, ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে, ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, যা তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলে আকাশপথে হামলা-পাল্টাহামলা, সেইসাথে সীমান্তযুদ্ধ। পরে উভয় পক্ষ মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2