• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিরিয়ার আল-শারার সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প

প্রকাশিত: ১৭:১২, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
সিরিয়ার আল-শারার সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প

ছবি: আল জাজিরা

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের সাথে সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়েছেন সিরিয়াকে।

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞার তুলে নেওয়ার পর সৌদি রাজধানী রিয়াদে বুধবার (১৪ মে) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এটিই ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠক। বৈঠকটি ৩৩ মিনিট স্থায়ী হয়। 

বৈঠকে প্রেসিডেন্ট আল-শারাকে সন্ত্রাসী গোষ্ঠী আইএস-এর প্রত্যাবর্তন রোধে যুক্তরাষ্ট্রের সাথে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ প্রস্তাবে সহমত প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শারা। 

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার সৌদি আরব যান ট্রাম্প। এরপর রিয়াদে এক বক্তৃতাকালে ট্রাম্প জানান, দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2