কাতারের সঙ্গে ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করলেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত
সৌদি আরব ত্যাগ করার পর মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় গন্তব্যে কাতারে সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে, যার মাধ্যমে আগামী কয়েক বছরে দু'দেশের মধ্যে অন্তত ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে।
এই চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান, বোয়িং থেকে ২১০টি বিমান কিনবে বলে ধারণা করা হচ্ছে। আগামী সাত বছরের মধ্যে এই বিমানের উৎপাদন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এসব বিমানের ইঞ্জিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল ইলেকট্রিক কোম্পানি। এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কাতারে তার প্রথম রাষ্ট্রীয় সফর সম্পন্ন করলেন।
বিভি/এআই
মন্তব্য করুন: