• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অরুণাচল নিয়ে ফের উত্তেজনা: ২৭টি জায়গার নাম বদলালো চীন, নাখোশ ভারত

প্রকাশিত: ১৬:৩৮, ১৫ মে ২০২৫

আপডেট: ১৬:৩৯, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
অরুণাচল নিয়ে ফের উত্তেজনা: ২৭টি জায়গার নাম বদলালো চীন, নাখোশ ভারত

ছবি: সংগৃহীত

ভারত অধিকৃত অরুণাচল প্রদেশে থাকা ২৭টি জায়গার নতুন নামকরণ করেছে চীন। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। তবে চীন বলছে, এই নামকরণ তাদের ‘সার্বভৌম সিদ্ধান্ত’। এতে অন্য কারও হস্তক্ষেপ করার সুযোগ নেই। বৃহস্পতিবার (১৫ মে) রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

রবিবার (১১ মে) অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নতুন নাম প্রকাশ করে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়। এসব জায়গার মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি সড়ক, ২টি নদী, একটি হ্রদ ও ৫টি বসতি এলাকা।

অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে অভিহিত করে অঞ্চলটিকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে চীন। ২০১৭ সাল থেকে চীন সেখানকার বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে চীনা ভাষায় নতুন নামকরণ করা শুরু করে। সেই বছর তারা ৬টি স্থানের নাম বদলায়। এরপর ২০২১ ও ২০২৩ সালে আরও ১৫টি ও সর্বশেষ ২০২৪ সালের মার্চ মাসে আরও ৩০টি জায়গার নাম পরিবর্তন করে তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সব জায়গার নামকরণ করা তাদের অধিকার ও সার্বভৌম সিদ্ধান্তের অংশ। তারা বলছে, ঐতিহাসিক প্রেক্ষাপট, ভৌগোলিক সীমানা ও প্রশাসনিক দিক বিবেচনা করে ‘জাংনান’ অঞ্চলটি চীনের অন্তর্গত। তাই, ওই অঞ্চলের জায়গাগুলোর নাম চীনা ভাষায় নির্ধারণ করা সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় বলে তারা মনে করে।

তবে ভারত চীনের এই দাবি মানতে অস্বীকৃতি জানায়। ভারতের মতে, অরুণাচল প্রদেশ দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারত বরাবরই অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। এদিকে, ভারতের বর্তমান সরকার প্রতিবেশী প্রায় সব রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2