• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

এয়ার ইন্ডিয়া বিমানে বোমার হুমকি, থাইল্যান্ডে এমার্জেন্সি ল্যান্ডিং

প্রকাশিত: ১২:৩৫, ১৩ জুন ২০২৫

আপডেট: ১২:৪৬, ১৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
এয়ার ইন্ডিয়া বিমানে বোমার হুমকি, থাইল্যান্ডে এমার্জেন্সি ল্যান্ডিং

থাইল্যান্ডের ফুকেত থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়া-র একটি বিমানে বোমা হামলার হুমকি। মাঝ পথেই বিমানটি ফিরে গেল ফুকেত বিমানবন্দরে। বৃহস্পতিবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটেনি। তার মধ্যেই শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বিমানের মধ্যে বোমা রাখা হয়েছে, এমন হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে ফিরতি রুট ধরার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এয়ারপোর্টস অফ থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট AI ৩৭৯ অবতরণের পরেই সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তাবিধি মেনেই একে একে সব যাত্রীদের নামিয়ে আনা হয়।

রয়টার্স বলছে, ফ্লাইট ট্র্যাকার Flightradar24 অনুসারে, বিমানটি শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে (০২৩০ GMT) ফুকেট বিমানবন্দর থেকে ভারতের রাজধানীর উদ্দেশ্যে উড্ডয়ন করে, কিন্তু আন্দামান সাগরের চারপাশে একটি প্রশস্ত চক্র অতিক্রম করে দক্ষিণ থাই দ্বীপে ফিরে আসে।

গত বছর ভারতীয় বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিতে বোমা হামলার ভুয়া হুমকির ঘটনা ঘটেছিল, প্রথম ১০ মাসে প্রায় ১,০০০টি ভুয়া কল এবং বার্তা পাওয়া গিয়েছিল, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2