• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্পেনের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে  দাবানল, দুইজনের মৃত্যু

প্রকাশিত: ১৩:৪৯, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
স্পেনের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে  দাবানল, দুইজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে তীব্র তাপদাহের মধ্যে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃত্যুর খবরও পাওয়া গেছে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শত শত একর বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

ইউরোপের জনজীবন তীব্র দাবদাহে বিপর্যস্ত। ইতালির কয়েকটি শহরে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘর। মিলানসহ ১৮টি শহরে জারি রয়েছে রেড অ্যালার্ট।

 ফ্রান্সে ভয়াবহ দাবদাহে হিটস্ট্রোক, পানিশূন্যতাসহ নানা জটিলতায় অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন ৩ শতাধিক। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র তাপপ্রবাহ। সার্বিয়ায় টানা ৫ দিন ধরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
 
এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) স্পেনের উত্তর পূর্বাঞ্চেলের কাতালোনিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। রাতের অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে এর তীব্রতা। লেলিহান অগ্নিশিখায় পুড়ে ছাই হয় একরের পর একর জমি। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।
 
দমকল বাহিনীর তথ্য মতে, দাবানলটি প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। তবে রাতভর চেষ্টা চালিয়ে বুধবার (২ জুলাই) আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। হতাহতের বিষয়টিও নিশ্চিত করা হয়।
 
ইউরোপজুড়ে চলমান তাপদাহ পরিস্থিতির মধ্যে এই আগুন নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। স্পেন ও পর্তুগালে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়। কাতালোনিয়ায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিলো।
 
দাবানল মোকাবিলায় মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে ১৪ হাজার মানুষকে ঘরের ভিতরে থাকতে বলা হয়। রাতের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।
 
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবানলে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাপদাহে জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। বলেন, এই ঝুঁকিপূর্ণ মাসগুলোতে সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2